Bangla Sahayata Kendra Recruitment 2025 । বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ । কিভাবে করবেন আবেদন জেনে নিন
প্রতি নিয়ত অনেক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হতেই থাকে । সেইরকম এই মার্চ মাসে প্রকাশিত হওয়া একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসলাম । আজকের চাকরির বিজ্ঞপ্তিটি পশ্চিমবঙ্গ সরকারের বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ । যারা মনে করছ যে মনের মত কাজ করবে একজায়গায় বসে কম্পিউটারে কাজ করবে তাদের জন্য সুখবর হতে চলেছে আজকের এই চাকরির খবর । এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইন এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি কি হবে? বয়সসীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
Bangla Sahayata Kendra Recruitment 2025
Bangla Sahayata Kendra হল পশ্চিমবঙ্গ সরকারের একটি চাকরি । এই Bangla Sahayata Kendra এর কাজ হল বিভিন্ন সরকারি ফ্রম ফিলাপ করে দেওয়া , বিভিন্ন সরকারি পরিসেবা সাধারন মানুষদের বিনামুল্যে প্রদান করা ।
বাংলা সহায়তা কেন্দ্রের অফিস কোথায় ?
এই বাংলা সাহায়তা কেন্দ্রে যারা চাকরি পাবে তাদের চাকরির স্থান হল – বিডিও অফিস , পঞ্চায়েত অফিস , লাইব্রেরী, সাস্থ্য কেন্দ্র আরও অনেক জায়গায় ।
বাংলা সাহায়তা কেন্দ্র নিয়োগ ২০২৫
পদের নাম – Bangla Sahayta Kendra
আবেদনের মাধ্যম – অনলাইন
শিক্ষাগত যোগ্যতা – যে কোন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে সঙ্গে 1 বছরের কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে ।
বাংলা সাহায়তা কেন্দ্রে আবেদন কি ভাবে করবেন
বাংলা সাহায়তা কেন্দ্রে আবেদন করতে প্রথমে আপনাকে webel technology এর website এ যেতে হবে । Webel Technology Limited নামে যে সংস্থা আছে এই সংস্থার মাধ্যমে বাংলা সাহায়তা কেন্দ্রে নিয়োগ পক্রিয়া সম্পূর্ণ করা হয় ।
বাংলা সাহায়তা কেন্দ্রে নতুন নিয়োগ সম্পরকে এখনও কিছু জানা যায়নি । নেট মাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী চলতি বছরে আগস্ট মাসে নতুন নিয়গের বিগ্যপ্তি বেরোতে পারে ।
অফিসিয়াল লিঙ্ক – Click Here
Recruitment Link – click here
Webel Technology – Click here