কয়েক লক্ষ্য রেশন কার্ড বাতিল হতে চলেছে ! এখনি করে নিন এই কাজটি নাহলে বাতিল হতে পারে আপনার রেশন কার্ড

চলতি বছরে শুরুতে নতুন নিয়ম নিয়ে আসছে PDS (রেশন কার্ড ) দপ্তর । কী সেই নিয়ম জানলে আপনিও চমকে যাবেন ! বেশ কয়েক বছর আগেও রেশন নিয়ে অনেক চুরির অভিযোগ ছিল কিন্তু করোনার পর বাইওমেট্রিক এর মাধ্যমে রেশনের সামগ্রী দেওয়ার পর থেকে রেশন চুরির ব্যাপারটা অনেকটা কমেছে ।

 

কেন রেশন কার্ড বাতিল করছে সরকার

অনেক রেশন কার্ড এমন রয়েছে যারা মারা যাওয়ার পরেও রেশন চুরি করার রাস্তা ছিল । কিন্তু বাইওমেট্রিক এর মাধ্যমে সেই চুরি অনেকটা কম হয়েছে । এর মধ্যমে অনেক DEAD RATION CARD বাতিল হয়েছে । এবার আরও কয়েক লক্ষ্য রেশন কার্ড বাতিল করবে সরকার সম্প্রতি তেমনটাই জানা যাচ্ছে নেট মাধ্যম থেকে ।

কোন রেশন কার্ড গুলো বাতিল হবে

দীর্ঘ দিন থেকে রেশন না তোলা রেশন কার্ড , একই নামে থাকা ডবল রেশন কার্ড , মারা যাওয়া কার্ড , এক বছর থেকে বাইওমেট্রিক না দেওয়া রেশন কার্ড  এবং যার রেশন কার্ডে আঁধার লিঙ্ক করা নেই সেই সব রেশন কার্ড বাতিল করা হবে তেমন টাই জানা যাচ্ছে wbpds.gov.in এর থেকে ।

কেমন করে চেক করবেন আপনার রেশন কার্ডটি ঠিক আছে কিনা

আপনার রেশন কার্ডটি ঠিক আছে কি না তা চেক করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে https://wbpds.wb.gov.in এর ওয়েবসাইটে । এখানে কয়েকটা স্টেপের মাধ্যমে আপনি ছেঁক করে নিতে পারবেন আপনার রেশন কার্ডটি ঠিক আছে কি না ।  এর পর আমরা জানব কি করে রেশন কার্ড ঠিক করতে হবে বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে রাখো

links

Ration Card Website – https://wbpds.wb.gov.in/

Check Ration card – https://wbpds.wb.gov.in/(S(jmyzaf1wsnwwkbr354ccwldu))/EKYC_otp.aspx

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top