Content Creator Recruitment 2025 । বাংলা ভাষার writter লাগবে ।
বাড়ি বসে আয় করার সুবর্ণ সুযোগ দিচ্ছে freesamadhan.com website admin যারা বাংলা ভাষায় টাইপ করতে পারো তারা এই কাজটি করতে পারো । এই কাজটি যে কেউ করতে পারবে । যারা দীর্ঘদিন ধরে ভাবছো যে বাড়ি বসে কিছু কাজ করবে তারা পার্ট টাইম বা ফুল টাইম এই কাজটি করতে পারো । বাড়িতে বসে আয় করার সুবর্ণ সুযোগ

বাড়ি বসে আয় কিভাবে করবে
বাড়ি বসে আয় কিভাবে করবে সেই সম্পর্কে বলার আগে একটা কথা – কোন কাজ ছোট হয়না । সব কাজই সমান সেটা যেই কাজ ই হোক । এই কাজটি দেখে হয়তো ভাববে কেমন হবে বা বেশি টাকা না । এই সব মনভাব নিয়ে কেউ অ্যাপ্লাই করবে না । এখন বলি কাজ টা কি কাজটা হল বাড়ি বসে News লেখা এবং বাড়ি বসে আয় করার সুযোগ । freesamadhan.com এর অ্যাডমিন এই নিয়োগটি ছেরেছে । নীচে এর ফুল Details দেওয়া রইল ।
শিক্ষা গত যোগ্যতা কী লাগবে
এই CONTENT CREATOR RECRUITMENT এর জন্য অন্তত উচ্চমাধ্যমিক পাস হতে হবে । সঙ্গে ভালো NEWS লেখার দক্ষতা থাকতে হবে ।
আবেদন করবেন কি করে
এই পোষ্টে আবেদন করতে আপনাকে একটা ইমেইল id দেওয়া হবে সেখানে আপনার Bio Data পাঠিয়ে দিবেন সঙ্গে latest News ১ টা content লিখে পাঠাবেন ।
শর্তাবলি কি রয়েছে
যারা এই কাজে যুক্ত হবেন তারা দিনে কম করে ২০ টা content Post করতে হবে আর প্রতিটা content ৬০০ word এর হতে হবে । এই Content গুলি চাকরি সংক্রান্ত , খেলাধুলা , রাজনীতি , দৈনিক খবর প্রভৃতি বিষয় নিয়ে হতে পারে । আর সবগুলো অ্যাডমিন ভেরিফাই করে তারপর সেগুল পোস্ট করা হবে । আর কোন পোস্ট কপিরাইট হওয়া হবে না ।
বেতন কত হবে
এই কাজে যুক্ত হলে বেতন থাকবে পোস্ট প্রতি ১০-১৫ টাকা । পোস্ট যদি ভালো হয় তাহলে টাকা বাড়িয়ে দেওয়া হবে । এবং কেউ চাইলে পার্টনার শিপে কাজ করতে পারে । পার্টনার শিপে কাজ করতে চাইলে মেইল করো milonsarkar214@gmail.com এই ইমেইল এ । পরে ওয়েবসাইট monitaized হয়ে গেলে টাকা বাড়িয়ে দেওয়া হবে ৪০-৫০ টাকা প্রত্যেক পোষ্টে ।
আবেদন পত্র কোথায় পাঠাবেন
ইমেইল আইডি – milonsarkar214@gmail.com

